Saturday, January 12, 2013

গোনাব্রিজ যুব উন্ন্যয়ন সংঘের উদ্দেশ্য ও নিতিমালা !


গোনাব্রিজ যুব উন্ন্যয়ন সংঘের উদ্দেশ্য ও নিতিমালা

১। আমরা সমাবেত ভাবে এই সংগঠনকে জন কাল্লানে উতসরগ করব ।এখানে কোন ব্যাক্তি সার্থ কাজ করবেনা ।এবং আমারা সমস্ত               সদস্যবৃন্দ সংগঠেনর সার্থে নিয়োজিত থাকব ।
২। সামাজিক কর্মোকান্ডে আংসগ্রহন করা ।
৩। এলাকার উন্নয়নে সাহায্য করা ।
৪। দল মত নির্বিশেষে সংগঠনের সদস্যপদ গ্রহন করা যাবে ।
৫। ৩১ শে জানুয়ারি পর্যন্ত সদস্যপদ গড়োহোণ করা যাবে ।
৬। সর্বোচ্য ৫১ (একান্ন) জন পর্যন্ত সদস্য হতে পারবে (২০১৪ পর্যন্ত)
৭। বিশেষ কারন ছাড়া পর্যায়ক্রমে ৪(চার) সাভায় উপত্থিত না হলে তার সদস্যপদ বাতিল বলে গন্য হবে ।
৮। বাক্তিগত কোন কারনবশত বা হিংসাত্নক ঘটনার দায়দায়িত্ন সংগঠন বহন করবে না ।
৯। কমপক্ষে ৫ জন সদস্য ছাড়া সংগঠনের কোন সিধান্ত গৃহীত হবে না ।
১০। সভার ভিতর কোন প্রকার আপত্তিকর ঘটনা ঘটানো যারে না ।অন্যথায় সংগঠন তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারবে ।
১১। সভাকক্ষে কনো প্রকার ধুমপান করা যাবে না ।
১২। যেকোন প্রকার আনুদান আফেরতযোগ্য বলে বিবেচিত হবে ।
১৩। উপদেষ্টা পরিষদের যে কোন উপদেষ্টা সংগঠনের সদস্য বলে বিবেচিত হবে ।


আমি উপরক্ত নিতিমালা ও উদ্দেশ্য সঞ্জনে পড়ে ও বুঝে শর্ত মেনে সাক্ষর করলাম ।
                    
              সভাপতির সাক্ষর                              আবেদনকারির সাক্ষর                                                         

0 comments:

Post a Comment